ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

পাক-ভারত যুদ্ধবিরতি, গুরুত্বপূর্ণ ঘোষণা ভারতীয় সেনাবাহিনীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই—এমন ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই এই চুক্তিকে দীর্ঘমেয়াদি রূপ দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে।

রোববার (১৮ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, “অনেকেই ধারণা করছেন এই যুদ্ধবিরতি কেবল সাময়িক। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই—ডিজিএমও পর্যায়ের আলোচনা অনুযায়ী এ যুদ্ধবিরতির কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। এটি স্থায়ীভাবে বলবৎ থাকবে।”

তিনি আরও যোগ করেন, “সীমান্তে শান্তি রক্ষায় আমরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং চাইছি এই সমঝোতা দীর্ঘস্থায়ী হোক।”

প্রতিবেদনে আরও জানানো হয়, রোববার ভারত ও পাকিস্তানের দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠকের সূচি ছিল না।

তবে ভারতীয় পক্ষের এই ঘোষণার প্রতিক্রিয়ায় পাকিস্তান এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাঝে মাঝে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটলেও, সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তি দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশে এই উন্নয়ন ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি