ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তানে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১২৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানের বাহাওয়ালপুরে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
স্থানীয় সময় রোববার সকালে আহমেদপুর সড়কে ট্যাংকারটি উল্টে গেলে তেল গড়িয়ে পড়তে শুরু করে। এসময় আশপাশেরও লোকজন ওই তেল নিতে ছুটে যায়। আর তখনই বিস্ফোরণে ঘটে। ঘটনাস্থলে অন্তত ৬টি গাড়ি ও ১২টি মোটরবাইকে আগুন ধরে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আহতদের উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি