ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

পাকিস্তানে হামলা: ভারতের রাজনীতিবিদরা যা বলছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৭ মে ২০২৫ | আপডেট: ২০:৩৭, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ ঘিরে ভারতজুড়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। শাসক দল বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস—সব পক্ষই সেনাবাহিনীর এই পদক্ষেপকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী ঐকমত্যের কথা বলছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সামাজিকমাধ্যমে একটি প্রতীকী ছবি পোস্ট করে লেখেন, “বিশ্বের উচিত সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সহনশীলতা না দেখানো।” ছবিটিতে ‘Sindoor’ শব্দের ‘O’-এর মধ্যে লাল সিঁদুরের ছবি—হিন্দু বিবাহিত নারীদের একটি ঐতিহ্যবাহী চিহ্ন—প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার প্রতিশোধ নিতেই এই অভিযান। মোদি সরকার দেশ ও জনগণের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, “ভারত মাতা কি জয়”, আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, “জয় হিন্দ, জয় হিন্দ-এর সেনা”—যা থেকে স্পষ্ট, বিজেপি এই অভিযানকে জাতীয় গর্ব হিসেবে তুলে ধরতে চাইছে।

জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা আলতাফ ঠাকুর বলেন, “নয়টি স্থানে সফল হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী মারা গেছে—এটা একটি প্রশংসনীয় পদক্ষেপ।”

এদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসও সেনাবাহিনীর অভিযানে সমর্থন জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “আমাদের সেনাবাহিনীর প্রতি গর্ব হচ্ছে। জয় হিন্দ।”
দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আরও বলেন, “এই সময় জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কংগ্রেস অতীতেও সেনাবাহিনীর পাশে ছিল, এখনো থাকবে।”

এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিও পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে ভারতের আঘাতকে সমর্থন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই হামলাকে “জয় হিন্দ, জয় ইন্ডিয়া” বলে স্বাগত জানান।

সূত্র : বিবিসি

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি