পাকিস্তানে হামলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন রাহুল গান্ধী
প্রকাশিত : ১৩:০৯, ৭ মে ২০২৫

পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলায়, নিজেদের অবস্থান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল, ভারতীয় জাতীয় কংগ্রেস। সেইসঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বুধবার সামাজিক মাধ্যম এক্সে রাহুল গান্ধী লিখেছেন , আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!
ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও বলেছেন, তার দল ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ‘অত্যন্ত গর্বিত’। খবর আল জাজিরা’র।
এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, আমরা তাদের (সশস্ত্র বাহিনী) দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই। পহেলগাম হামলার দিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে দাঁড়িয়েছে।
খাড়গে আরও লেখেন, জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমাদের নেতারা অতীতে পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার’ প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর।
তিনি আরও লেখেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এমবি//
আরও পড়ুন