ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

পাকিস্তানের ছোড়া গোলায় ৩ ভারতীয় নিহত, বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপে ৩ ভারতীয় নিহত হয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (৭ মে) ভোরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা।

পাম্পোর এলাকার দক্ষিণ উয়ান গ্রামের (যেখানে ঘটনাটি ঘটেছে) স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দার বলেন, ‘আকাশে প্রচণ্ড আগুন জ্বলছিল। তারপর আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পাই।’ 

ঘটনার পরপরই পুলিশ ও সামরিক কর্মকর্তারা এলাকাটি সিল করে দেন।

এদিকে, ভারতীয় কাশ্মীর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।

ভারতের সেনাবাহিনী দাবি করেছে যে “ছয় ও সাতই মের মাঝরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি-গোলা চালায়।

“এই গুলি-গোলার ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন,” জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া পান বলে জানান স্থানীয়রা।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি ভারতীয় বিমান ও একাধিক মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে এবং চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি