ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পাখির ছানাকে বাঁচাতে ৩ মাস ধরে হাসপাতালে লিয়ন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আহত একটি টিয়া পাখির ছানাকে বাঁচাতে তিন মাস ধরে হাসপাতালের বিছানায় ঠাঁকুরগাাঁওয়ের শিশু লিয়ন। টিয়া পাখির বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে গিয়ে গাছ থেকে পড়ে জ্ঞান হারায় সে। চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিলেও অর্থের অভাবে পারছেন না শিশু লিয়নের মা। 

গেলো ১৮ মে। বাড়ির পাশে উচু গাছের ডাল থেকে মাটিতে পড়ে চিৎকার করছিলো একটি টিয়া পাখির ছানা। ঘটনাটি দেখে মায়া হয় শিশু লিয়নের। টিয়ার ছানাকে তার মায়ের কাছে পৌছে দিতে গাছে ওঠে। এক পর্যায়ে উচু ডাল থেকে নীচে পড়ে যায় সে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায় লিয়ন।

এরপর থেকেই হাসপাতালে লিয়ন। কথা বলতে পারে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।

উন্নত চিকিসার জন্য চিকিৎসকরা ছেলেকে ঢাকায় নেয়ার কথা বললেও অর্থের অভাবে নিতে পারছেন না মা। এরইমধ্যে চিকিৎসার জন্য ঘরের সবকিছুই বিক্রি করেছেন। কাধে চেপেছে ঋণের বোঝা।

পাখির ছানা বাঁচাতে যে ছেলে এগিয়ে যায়, তার জীবন বাঁচাতে বিত্তবানরা এগিয়ে আসবেন বলে আশা করছেন লিয়নের স্বজনরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি