ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

পাটের পলিথিনের যাত্রা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৫০, ২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাণিজ্যিকভাবে পাট থেকে পলিথিন (জুটপলি) তৈরিতে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য পাট দিয়ে তৈরি পচনশীল সোনালী থলে উৎপাদনে যন্ত্রপাতি সরবরাহ করবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিজেএমসি’র পক্ষে বিজেএমসি’র সচিব একেএম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের পক্ষে কোম্পানিটির জেনারেল ম্যানেজার প্রিমি কোউলহার্ড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে পাট থেকে পলিথিন উৎপাদন শুরু হবে। পাট থেকে তৈরি এই পলিথিন ব্যাগের নাম হবে ‘সোনালী ব্যাগ’। প্রথমদিকে স্বাভাবিক পলিথিনের তুলনায় এই পলিথিনের ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে।

এ সময় মির্জা আজম আরও বলেন, আমরা যখন সরকারের দায়িত্বভার গ্রহণ করি তখন পাট থেকে উৎপাদিত পণ্যের সংখ্যা ছিল ৩৫টি। কিন্তু বর্তমানে পাট থেকে উৎপাদিত পণ্যের সংখ্যা ২৮৫টি।

বর্তমানে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মকরত ড. মোবারক আহম্মেদ খান পাট দিয়ে পলিথিনের বিকল্প থলে তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন। তিনি বলেন, এই সোনালী ব্যাগ পরিবেশবান্ধব এবং পুনরায় উৎপাদনে সক্ষম। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান, ফুটামুরা কেমিকেল লিমিটেডের গ্রুপ ম্যানেজার মার্টিন রিচার্ড কক রফি ও অপারেশন ম্যানেজার অ্যান্ডিউ জেমস ডাক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি