ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

পাটের সোনালী সুদিন ফিরে আসবে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত : ২০:৩৭, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দেশে আবারও পাটের সোনালী সুদিন ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশে (বীর প্রতীক)।

রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, এক সময় দেশে প্লাষ্টিক ব্যবহার করায় পাটের উপর দুর্যোগ নেমে এসেছিলো।এখন মানুষ প্লাষ্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। আমার মন্ত্রণালয় থাকবে দুর্ণীতি মুক্ত। আমি নিজেও দুর্ণীতি করবো না এবং অন্যকেও দুর্ণীতি করতে দেব না। এখানে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমূখ।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি