ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘পাঠশালা’র প্রথম ট্রেইলার ইউটিউবে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৭, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আজ ১৭ মার্চ (শনিবার) জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। দিবসটি উপলক্ষে ইউটিউবে মুক্তি দেওয়া হচ্ছে আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি পরিচালিত শিশু-চলচ্চিত্র ‘পাঠশালা’র প্রথম ট্রেইলার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে রেডমার্ক প্রোডাকশন্স।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র মানিক হিসেবে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা। আরেক প্রধান শিশু চরিত্র চুমকির অভিনয় করেছেন ইমা আক্তার কথা। ছবিতে আরো অভিনয় করেছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলামবাবু প্রমুখ।

ইতিমধ্যে চলচ্চিত্রটি জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে লিফট ইন্ডিয়া,পুনেতে প্রদর্শিত হয়েছে।

‘পাঠশালা’র গল্পটিকে এক কথায় বলা যায় প্রত্যাশা, বন্ধুত্ব ও স্বপ্ন পূরণের এক সাহসী অভিযাত্রা। গল্পটি আবর্তিত হয়েছে মানিক নামের এক দশ বছর বয়সী মেধাবী শিশুকে কেন্দ্র করে। জীবনের রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে তাকে স্কুল ছাড়তে হয়। জীবিকার তাগিদে চলে আসতে হয় ঢাকায়। কাজ নিতে হয় একটা গাড়ির ওয়ার্কশপে। সেখানে সে দ্রুতই শিখে নিতে থাকে গাড়ির কাজের কারিকুরি। তবুও সে স্কুলে পড়ার স্বপ্ন বিসর্জন দেয় না।

তার পড়াশুনার জন্য সেই সংগ্রামে সহায়তার হাত বাড়িয়ে দেয় ৮ বছরের মেয়ে চুমকি। বিনিময়ে তাকে সে শেখায় ‘বসরনেজ্ঞাবিলাখে’ মন্ত্রের জাদু। যা উল্টে দিলেই হয় অমোঘ বাক্য- ‘সব বিজ্ঞানের খেলা’। সেই সাথে মানিক স্বপ্ন দেখতে থাকে আবারো স্কুলে ভর্তি হওয়ার।

বাংলাদেশে এমনি ঝরে পরা মানিকের সংখ্যা কম নয়। নিষ্ঠুর বাস্তবতার কাছে পরাস্ত হয়ে প্রতি বছর অসংখ্য মানিককে স্কুল ছেড়ে বেছে নিতে হয় শিশু শ্রমের কঠোর জীবন। এমনি সব মানিকের শিক্ষা জীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই বানানো হয়েছে ‘পাঠশালা’। আর সে কারণেই চলচ্চিত্রটির শ্লোগান- ‘সব মানিকের জন্য স্কুল চাই’।

এই সচেতনতা সবচেয়ে বেশি সৃষ্টি করা প্রয়োজন শিশু এবং তাদের অভিভাবকদের মধ্যে। আর সে উদ্দেশ্যকে সামনে রেখেই চলচ্চিত্রটির প্রচারণা ও প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনে চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হবে।

আর চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে নতুন বাংলা বছর ১৪২৫ উপলক্ষ্যে, বৈশাখের ১৪ তারিখে (২৭ এপ্রিল ২০১৮)। এর মাঝে শিশুদের অংশ গ্রহণে এক অভিনব‘মিট দ্য প্রেস’ আয়োজনের মাধ্যমে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদে রমাধ্যমে জানানো হবে দেশের সব চলচ্চিত্রপ্রেমীদের। আকর্ষণীয় এই আয়োজনটির তারিখ, সময় ও ভেন্যু যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।

পাঠশালার  রেডিও পার্টনার এবিসি রেডিও এবংডিজিটাল পার্টনার ও সহ-প্রযোজক স্টেলার ডিজিটাল লিমিটেড (বঙ্গ)।

ইউটিউব

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি