ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

পানামা ও প্যারাডাইস পেপারস নিয়ে তদন্ত হচ্ছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ৬ মার্চ ২০২২

আইনজীবী সুবির নন্দি দাস

আইনজীবী সুবির নন্দি দাস

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিষয়ে খতিয়ে দেখতে সাত সদস্যের মনিটরিং টিম ও ৬টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে হাই কোর্টকে জানিয়েছে সিআইডি। আগামী ১০ এপ্রিল প্রতিবেদন দিতে এসব তদন্ত দলকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। 

রোববার বিশ্বজুড়ে আলোচিত এই অর্থ কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের বিষয়ে পদক্ষেপ জানাতে প্রতিবেদন জমা দেয় সিআইডি।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপাচার প্রতিরোধে যৌথ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি, দুদক এবং বিএফআইইউ-এর সমন্বয়ে সাত সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

পরে কমিটির সাথে এনবিআরকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ।

এর আগে পানামা ও প্যারাডাইস পেপার্সে যাদের নাম এসেছে তাদের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে জানতে চান হাইকোর্ট।

ভিডিওতে দেখুন-

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি