ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

পাবনায় ভোট হবে ৮ উপজেলায় (ভিডিও)

প্রকাশিত : ১০:২৪, ১৪ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৫, ১৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

পাবনা সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯ উপজেলার মধ্যে ভোট হবে ৮টিতে। তবে চেয়ারম্যান পদে আরও এক উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে ৭ উপজেলায়। দ্বিতীয় ধাপের এ নির্বাচনকে ঘিরে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

পাবনার ৯টি উপজেলার মধ্যে ৭টি  উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী রয়েছেন ভোটযুদ্ধে। এছাড়া ৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ৪৯ জন এবং ৩০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরিমধ্যে পাবনায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন; সদর উপজেলায় চেয়ারম্যান মোশারোফ হোসেন ও ভাইস চেয়ারম্যান গোলাম আজম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার। এছাড়া সুজানগরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হয়েছেন শাহীনুজ্জামান।

এদিকে এ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী। তবে এসব অভিযোগ অস্বিকার করেছেন বিদ্রোহী প্রার্থী।

এদিকে দলের একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় সাংগাঠনিকভাবে নির্বাচনে সহযোগিতা না করার অভিযোগ আটঘোরিয়ায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর। তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদি জাতীয় পার্টি ও সতন্ত্র প্রার্থীরা।

সাধারণ ভোটাররা চাইছেন ভোটকেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ।

পাবনার ৮টি উপজেলার ৫২৩ টি কেন্দ্রে ভোট দেবেন ১৪ লাখ ৪৩ হাজার ৮৬৩ জন।

বিস্তারিত দেখতে ভিডিও ক্লিক করুন :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি