ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৬ নভেম্বর ২০১৭

ভারতীয় চলচিত্র জগতের আইকন অমিতাভ বচ্চন। বিগ বি এবং শাহেনশাহ নামেও পরিচিত তিনি। তাঁকে ছাড়া বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় অসম্পূর্ণই বলা চলে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের নানা ঘটনা ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। অমিতাভ বচ্চন বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার নাম উজ্জ্বল করেছেন। এবার গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেতে চলেছেন বিগ বি।
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অনুগামীদের মন জয় করেছিলেন শহরের জামাই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলায় বক্তব্য রেখে আসর জমিয়ে তুলেছিলেন। এবার পালা গোয়ার। আগামী ২০ নভেম্বর গোয়ায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচিত্র উৎসব (আইএফএফআই)। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
১৯৫২ সালে শুরু হওয়া এই চলচিত্র উৎসব এশিয়ার অন্যতম বড় ফিল্ম ফেস্টিভ্যালের তালিকাতেই জায়গা করে নিয়েছে।
তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, সেই মঞ্চেই ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’-এর সম্মানে ভূষিত করা হবে পাঁচটি জাতীয় পুরস্কারের মালিক অমিতাভকে। অভিনয় ছাড়াও স্বচ্ছভারত অভিযানের মতো একাধিক সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। সেই কারণে সবমিলিয়েই এই সম্মান দেওয়া হবে তাঁকে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া


এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি