ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিক বহিষ্কার রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:২৭, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিক্রিয়ায় এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিক বহিষ্কার করেছে রাশিয়া। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সেন্ট পিটার্সবার্গে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট আফিস। এদিকে খুব শিগগিরই অন্যান্য দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

যুক্তরাজ্যে এক গুপ্তচরকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ২৫টি দেশ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। গত ৪ মার্চ ব্রিটেনের সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় অচেতন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়।

মস্কোর নির্দেশেই সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ যুক্তরাজ্যের। গত সোমবার ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার ও কনস্যুলেট বন্ধের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন লাভরভ। লেভরভ আরও বলেন, যে দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, রাশিয়াও সেসব দেশের কূটনীতিকদের বহিষ্কার করবে।

এদিকে হোয়াইটহাউজ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া দেশটির কূটনীতিকদের প্রত্যাহার করায় দেশ দুটির মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে। পাশাপাশি দু স্নায়ু যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি