ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পাস ও জিপিএ-৫ কমার কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ১০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার পাসের হার ৬৮.৪৫ এবং জিপিএ ফাইভ এক লাখ ৩৯ হাজার ৩২। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। পাসের হার ও জিপিএ-৫ কমার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ওভার মার্কিং ও আন্ডার মার্কিং না করে যথাযথভাবে খাতা মূল্যায়ন হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরার সময় এ ব্যাখ্যা দেন তিনি।

এহসানুল কবীর বলেন, বিগত বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও নম্বর বাড়িয়ে দিয়ে পাসের হার বেশি দেখানো হতো।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ।

এছাড়া, কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮.০৯ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ ও বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি