ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

পাহাড়ের ঘটনায় জড়িতদের খুঁজে বের করবোই : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ৫ মে ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সব সময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। অতীতেও বিভিন্ন ঘটনায় আপনারা তার প্রমাণ পেয়েছেন। পাহাড়ের ঘটনায় যারা জড়িত তাদের আমরা খুঁজে বের করবোই।
আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পাহাড়ে অশান্তি ছিল। প্রধানমন্ত্রী শান্তি চুক্তি করার পর প্রত্যেকটি দফা আমরা একে একে বাস্তবায়ন করছি। তারপরও কিছু সমস্যা থেকে যায়। তা সমাধানের চেষ্টা চালাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের জনগণ খুব ভালো। তারা জঙ্গি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। পাহাড়ের হতাহতের ঘটনায় যারা জড়িত তাদেরও প্রশ্রয় দেওয়া হবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঙামাটির নানিয়ার চর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা খুন হওয়া তার পরে আরও কয়েকটি খুনের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
/ আআ / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি