ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

পিপিপি গ্লোবাল এ্যাওয়ার্ড পেলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপি) সম্প্রতি গ্লোবাল পিপিপি অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেছে। বাংলাদেশের পিপিপি গ্লোবাল অ্যাওয়ার্ড গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গভর্নমেন্ট পিপিপি প্রোমোটার অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পুরস্কার গোল্ড এবং বেস্ট সোসাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ক্যাটাগরিতে রানার্স-আপ পুরস্কার সিলভার লাভ করে পিপিপি কর্তৃপক্ষ বাংলাদেশ। এছাড়া অস্ট্রেলিয়ার তিনটি ও ফিলিপাইনের একটি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত ছিল। পিপিপি কর্তৃপক্ষ এক্ষেত্রে প্রথম ও অস্ট্রেলিয়ার পার্টনারশিপ ভিকটোরিয়া ২য় পুরস্কার লাভ করে।

সম্প্রতি (২৪ অক্টোবর) অস্ট্রেলিয়ার সিডনিতে এই পুরস্কার গ্রহণ করেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন। এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি পুরস্কার দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন পিপিপি কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

যুক্তরাজ্য ভিত্তিক পার্টনারশিপ বুলেটিন নামক পত্রিকা প্রতি বছর পিপিপিবিষয়ক বিভিন্ন অর্জনের জন্য পুরস্কার প্রদান করে থাকে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৭-২০১৮ সময়কালে পিপিপি কার্যক্রমের জন্য ১৩টি ক্যাটাগরিতে এ বছর পিপিপি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গভর্নমেন্ট পিপিপি প্রোমোটার অব দ্যা ইয়ার হিসেবে বিভিন্ন দেশে পিপিপি কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষের মতো যে সব প্রতিষ্ঠান কাজ করে থাকে তারা এক্ষেত্রে বিবেচনায় ছিল।

বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে (জিটুজি) পিপিপি প্রকল্প বাস্তবায়নের উদ্ভাবনী উদ্যোগ, দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডে পিপিপি পদ্ধতিকে দৃঢ়ভাবে গ্রহীত করাসহ এর সার্বিক সার্থকতার জন্য এ পুরস্কারটি দেওয়া হয়।

পিপিপি এ্যাওয়ার্ড যে সব ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে এর মধ্যে সামাজিক অবকাঠামো খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে। এ ক্যাটাগরিতে এ বছর বাংলাদেশের দুইটি প্রকল্প (রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এবং বয়স্ক নাগরিকগণকে স্বাস্থ্য ও বিনোদন সেবা প্রদানের জন্য সমাজ সেবা অধিদপ্তরের অবসর প্রকল্প), সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়। অস্ট্রেলিয়ার দু’টি, ভারতের একটি ও মায়ানমারের একটি প্রকল্প এ তালিকায় ছিল।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর একটি আবাসিক প্রকল্প প্রথম ও বাংলাদেশের ঝিলমিল আবাসিক প্রকল্প ২য় পুরস্কার লাভ করে। ঝিলমিল আবাসিক প্রকল্পের উচ্চাভিলাষী লক্ষ্য এবং ঝুঁকি স্থানান্তর ও প্রচলিত সমাধানকে নিজস্ব প্রয়োজন অনুসারে পরিবর্তনের ক্ষেত্রে নতুনত্বের জন্য এ প্রকল্পের প্রশংসা করা হয়।

প্রসঙ্গত, গত বছর গভর্নমেন্ট পিপিপি প্রোমোটার অব দ্যা ইয়ার ক্যাটাগরিতেই বাংলাদেশ ২য় পুরস্কার লাভ করেছিল। পর দুই বছর পিপিপি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ এবং এ বছর প্রথম পুরস্কার প্রাপ্তি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পিপিপি কার্যক্রমের দৃঢ় অবস্থান ও ক্রমাগত উন্নতির পরিচয় বহন করে। অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে পিপিপি কার্যক্রমকে ব্যবহারের ক্ষেত্রে সরকারের অঙ্গীকার ও কার্যক্রমের যথোপযুক্ত স্বীকৃতি এ পুরস্কার যা পিপিপি কার্যক্রমকে আরও বেগবান করবে।


আআ//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি