ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পিরোজপুরে আইসসহ মাদক উদ্ধার, একই পরিবারের ৫ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা, আইসসহ একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার একটি বাড়ি থেকে ক্রিস্টাল মেথ বা আইস, ইয়াবা ও গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার রতন হাওলাদার, তাঁর স্ত্রী নূরজাহান বেগম, ছেলে আবুল বাশার, মেয়ে আসমা আক্তার ও উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাহাবুব হাওলাদার।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মাদকের একটি চালান নিয়ে আসমা আক্তার মঠবাড়িয়ায় আসছেন। এ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় আসমা বরগুনায় আছেন। আটক আসামিরা মাদক নিয়ে মঠবাড়িয়া পৌর সভার দক্ষিণ বন্দর মহল্লার ইসগেট এলাকায় রতন হাওলাদারের বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ হাজার ৫০০টি ইয়াবা ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিমাপের ইলেকট্রিক নিক্তি ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, গ্রেপ্তার পরিবারের সদস্যরা প্রত্যেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি