ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

পিসিআর টেস্ট ছাড়া দেশে প্রবেশ নয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবার পিসিআর টেস্টের রেজাল্ট ছাড়া কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ঢুকতে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই আসতে হবে। এ ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নেই বলেও জানান বেবিচক চেয়ারম্যান। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে। নতুন করে লকডাউনেও গেছে কিছু কিছু দেশ। 

করোনা মোকাবেলায় এবার কঠোর হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই আসতে হবে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, পিসিআর টেস্ট এখন থেকে বাধ্যতামূলক। যারাই বাইরে থেকে বাংলাদেশে আসবে এবং যাবে সবাইকে এটা করে আসতে হবে। আগে অনেক দেশ থেকে পিসিআর টেস্ট না করেও নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতো যে সিমটম নাই, এই ধরনের সার্টিফিকেট গ্রহণ করা হতো। কিন্তু এখন থেকে এটা গ্রহণ করা হবে।

এছাড়া বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর নজরদারির মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান বেবিচক চেয়ারম্যান। কাউকে সন্দেহ হলে তাকে বিমানবন্দর থেকেই হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, একজন যাত্রী শারীরিকভাবে সুস্থ কি না- ওনাকে দেখে, পরীক্ষা করে এবং ওনাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে এটাকে সুনিশ্চিত করতে হবে। তবে কাউকে যদি সন্দেহ হয় তাহলে এখান থেকে হাসপাতালে নেয়া হবে। 

করোনা নেগেটিভ সার্টিফিকেট সব যাত্রীর জন্যই বাধ্যতামূলক বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি