পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৪:১৭, ৩ আগস্ট ২০১৭
 
				
					বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ময়দানহাটা গ্রামে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 
নিহতরা হল ওই গ্রামের মাহের আলীর ছেলে শোভন (৬) ও ময়নুলের ছেলে নাহিদ (৬)। স্থানীয়রা জানান, সকালে ওই দুই শিশু প্রতিবেশি ফজলুর রহমানের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে। 
//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































