ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পুতুলের ভালোবাসায় মগ্ন জাপানি পুরুষেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ১২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

জাপানের অনেক পুরুষ তাদের সঙ্গী হিসেবে পুতুলকে (সেক্স ডল) বেছে নিচ্ছেন। মানুষের তৈরি এসব পুতুলসঙ্গীদের সঙ্গে মানসিক বন্ধনও গড়ে তুলেছেন তারা। পাশাপাশি এদের সংখ্যাটাও দিন দিন বাড়ছে।

এক গবেষণায় উঠে এসেছে, দেশটিতে অসংখ্য পুরুষ সিলিকন রোমান্সের দিকে ঝুঁকছে। প্রতি বছর দেশটিতে প্রায় দুই হাজারের মতো `সেক্স ডল` বিক্রি হয়। যার প্রতিটার দাম প্রায় ছয় হাজার ডলার করে। ক্রেতারা এসব সঙ্গীদের সঙ্গে মানসিক বন্ধনও গড়ে তুলেছেন।

জাপানের অনেক পুরুষ জানান, মানুষরূপী সঙ্গীদের নিয়ে তারা খুশী। অনেকে আবার বলছেন তারা আর কখনো মানুষের কাছে ফিরে যাবেন না।

৪৫ বছর বয়সী মাসায়ুকি ওজাকি গণমাধ্যমকে জানান, আমি সিলিকন পুতুলের প্রেমেই মগ্ন থাকি। এমনকি কর্মক্ষেত্রে যদি কোনো কিছু ভালো না যায়, এতেও ওই পুতুলের প্রতি তার ভালোবাসা কমে না।

ওজাকির মতে, সে (পুতুল) সবসময় জেগে আছে এবং অপেক্ষায় আছে। তিনি তার সঙ্গী পুতুলের নাম দিয়েছেন মায়ু।

তিনি বলেন, জাপানি মেয়েরা নির্মম হৃদয়ের এবং স্বার্থপর। পুরুষেরা চায় এমন কাউকে যে তার পাশে সব সময় থাকবে। কাজ থেকে ফিরে যাতে তার সঙ্গে সময় কাটানো যায়। সেক্স ডলের সঙ্গে আমি তেমনটা করতে পারি।

তবে সমালোচকেরা বলছেন পুরুষেরা যে একাকীত্ব বোধ করে সে কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি