ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পুরস্কার দেয়া হলো ‘জয় বাংলা বাংলার জয়’ কুইজ বিজয়ীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২১ জুন ২০২২

জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনে স্বাধীনতার মাস জুড়ে অনুষ্ঠিত কুইজ শো ‘জয় বাংলা বাংলার জয়’-এর বিজয়ীদের অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

২০ জুন একুশে টেলিভিশনের প্রধান কার্যালয়ে টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার পাশাপাশি বিজয়ীদের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাওয়া হয়। অনুষ্ঠানটি আগামী ২৪ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।

কুইজ বিজয়ীদের নাম হচ্ছে- জাহিদ হাসান (সিপিজেড, চট্টগ্রাম), রিজওয়ানুল বারী (গাইবান্ধা), ইউসুফ আলী (চট্টগ্রাম), জাহাঙ্গীর আলম (রংপুর), রোবাইয়া আক্তার (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা), রিফাতুল জান্নাত (নওগাঁ), অমিত বড়ুয়া (কক্সবাজার), আবেদ আলী (হবিগঞ্জ), জহিরুল হোসেন (ফেঞ্চুগঞ্জ, সিলেট), লব্য (ঢাকা), কানন কুমার দাস (ঝিনাইদহ), তোফাজ্জল হোসেন (দিনাজপুর সদর), আখইয়ার আহমেদ জয় (ঢাকা), ঐশ্বর্য তালুকদার ইমা (ঢাকা)।

উল্লেখ্য, অনুষ্ঠানের আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ একুশে টেলিভিশন কার্যালয়ের সপ্তম তলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি