ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৬ জুন ২০২২ | আপডেট: ২২:১৬, ১৬ জুন ২০২২

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা নারীরা হলেন খুলনার নুর মোহাম্মদ আখনের মেয়ে শাহিনুর আক্তার (৩০) ও একই জেলার আনোয়ার গাজীর মেয়ে পাপিয়া আক্তার (২৩)।

জানা যায়, দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে তারা তিন বছর আগে ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয় ভারতীয় একটি নারী মানবাধিকার সংস্থায়। পরে দু‘দেশের সরকারের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের বেনাপোল চেকপোস্ট থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে সংস্থা গ্রহন করেছে।

জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশি নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করতে পারেন তবে আইনী সহায়তা দেবেন তারা।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি