ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন সোনু নিগম

প্রকাশিত : ১৩:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পুলওয়ামার হামলার পর ধর্মনিরপেক্ষ ভারতীয়দের তোপ দাগলেন বলিউড গায়ক সোনু নিগম৷ ফেসবুক পেজে দেড় মিনিটের একটি ভিডিওতে তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারতীয়দের পুলওয়ামার শহিদ সেনাদের শোক পালন করা নিয়ে কটাক্ষ করেন তিনি৷

সেই ভিডিও সোনুকে বলতে শোনা যায়, আরে ৪৪ হোক বা ৪৪০ আপনারা কেন দুঃখ করছেন৷ এতে কষ্ট পাওয়ার কী আছে? যেটা সঠিক সেটাই করুন৷ যা এদেশের ধর্মনিরপেক্ষ মানুষ করেন৷ এখানেই থেমে থাকেননি সোনু৷

তিনি আরও বলেন, এই সব ঘটনায় শোক পালন করার ভার আরএসএস ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির ওপর ছেড়ে দিন৷ সেকুলাররা যে কাজ করে সেই কাজ করুন৷ ভারত তেড়ে টুকরো হোঙ্গে, আজফল হাম শর্মিন্দা হ্যায়৷ শাবাস৷ ভারতে থাকতে হলে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকতে হবে৷

দেড় মিনিটের ভিডিওতে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের আরও কটাক্ষ করেছেন৷ শ্লেষ মিশ্রিত সুরে সোনু জানান, বন্দে মাতরম বা জয় হিন্দ একদম বলবেন না৷ এখানে এই সব বলা বারণ৷ আর পুলওয়ামার ঘটনার শোক পালন করবেন না৷ কারণ এটা বড় ঘটনা নয়৷ নমস্তেও বলা যাবে না৷ লাল সেলাম বলে ভিডিওটি শেষ করেন সোনু৷

সোনু নিগমের মন্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কেউ কেউ বলিউড গায়কের প্রশংসা করেছে ধর্মনিরপেক্ষদের মুখোশ টেনে খোলার জন্য৷ কাদের উদ্দেশ্য করে সোনুর এই মন্তব্য তা বুঝতে অসুবিধা হয় না৷

আবার এই ভিডিওর জন্য প্রবল বিতর্কেও জড়ান তিনি৷ এর আগেও আজানের আওয়াজে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মন্তব্য করে বিতর্কে জড়ান৷

তথ্যসূত্র: কলকাতা ২৪×৭

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি