সাংবাদিকদের ওপর হামলা
পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে: আইজিপি
প্রকাশিত : ১৪:০০, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৪, ১৩ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীর আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকরীদের চিহ্নিত করতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে । তারা রির্পোট জমা দিলে জানা যাবে হামলার সঙ্গে জড়িত কারা।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন। এরপর হামলাকারী কারা তা জানা যাবে। ১৫ আগস্ট ও ঈদ নিরাপত্তা নিয়ে ব্রিফিং এ গুজব রটনাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করা গেলেও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করতে ও ধরতে এত সময় লাগছে কেন, জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশ যে একসঙ্গে সবকিছু করতে পারে এর কোনও নজির নেই।
ডিবি চিহ্নিত করার কাজ করছে। হাতে কিরিচ ও লাঠি নিয়ে পুলিশের সঙ্গে হেলমেট ও লুঙ্গি পরা কারা ছিল - সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তারা কারা আমরা জানি না। পুলিশ কাউকে ডাকেনি। কারও সাহায্য চায়নি। সাহায্য চাইলে পুলিশ জনগণের কাছে চাইবে। আর যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।
আইজিপি বলেন, ‘গুজব রটনার অভিযোগে কয়েকশ` ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। ২১ টি মামলা করা হয়েছে। ফেইক আইডিগুলো বন্ধ করার জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছি। উসকানিদাতাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
আইজিপি আরও বলেন,‘দু`জন শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তাৎক্ষণিকভাবে তাদের প্রতিবাদ যুক্তিযুক্ত ছিল। প্রথম তিনদিন সঠিক ছিল। পরে তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে যায়। তাদের যৌক্তিক আন্দোলনটি আর তাদের হাতে ছিল না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হীন উদ্দেশ্যে ছাত্রদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয় ।
টিআর/
আরও পড়ুন