পুশ-ইনের শিকার ভারতীয় নারী সোনালি খাতুনের জামিন
প্রকাশিত : ২০:৪২, ১ ডিসেম্বর ২০২৫
বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত।
সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।
সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন, "বর্তমানে উনি জেল গেইটে উনার জামিনদারের অপেক্ষায় আছেন। জামিনদার এলেই আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে ছাড়া পাবেন।”
ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি সোনালী খাতুনের জামিনদার হয়েছেন। সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয় বলে জানান জেলার।
সোনালী খাতুনের সঙ্গে পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাকারের জেলার মো. সাখাওয়াত হোসেন।
এদিকে, 'পুশইন' করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী নারী সোনালী খাতুনসহ অন্য সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সোনালী খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে 'পুশইন' করা হয় বলে অভিযোগ রয়েছে।
এএইচ
আরও পড়ুন










