ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিহাদ নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয়র শাখা ছাত্রলীগের এক নেতা।

শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ মারধরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহত ওই শিক্ষার্থী রাহশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


হামলার শিকার ওই শিক্ষার্থীর নাম জিহাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অপরদিকে, মারধরের অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতার নাম রুহুল আমিন ওরফে কিস্কু রেক বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে জিহাদ বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সামনে বসে ছিলেন। তখন এক ছাত্রলীগ কর্মী এসে তাকে স্টেডিয়ামের দিকে ডেকে নিয়ে যায়। স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গেলে ছাত্রলীগ নেতা রুহুল আমিনসহ ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেছন থেকে তাঁর ওপর রড, লঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের মারধর থেকে রক্ষা পেতে জিহাদ দৌঁড়ালে তাকে ধাওয়া করে টিএসসিসি’র সামনে মাটিতে ফেলে তার উপর উপর্যুপুরি আঘাত করে। মারধরে জিহাদের মাথা ফেটে যায় ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়।

এ বিষয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি যতদূর জানি তাদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে । মারধরের বিষয় আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করবো। এদিকে হামলাকারী রুনুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে, ব্যস্ত আছি বলে তিনি ফোন কেটে দেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি