ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পেঁয়াজ রফতানি বন্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশে পেঁয়াজের রফতানি বন্ধ করে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত হয়েছে। এমনটি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। আমরা শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে অনুতপ্ত। কারণ তারা বিষয়টি জানতো না।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিষয়টি জানতাম না। আমরা আগেভাগে যদি জানতাম যে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে শুনলে আচমকা অবস্থার মধ্যে পড়ে যাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কেন হঠাৎ করে এমন হল এবং তখন ওরা বলেছে তারাও বিষয়টি জানতো না।’

বাংলাদেশে সরকারের কাছে ছয় লাখ টন পেঁয়াজ মজুত আছে যা দিয়ে তিন মাসের মতো চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১১ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে। এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই।’

উল্লেখ্য, ভারত গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রফতানি করা বন্ধ করে দেয়। অভ্যন্তরীন সংকট ও মুল্যবৃদ্ধির কথা বলে পেঁয়াজ রফতানি বন্ধ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ভারত। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি