ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

পেটের অসুখে আইসিডিডিআরবিতে ছয়শ রোগি (ভিডিও)

প্রকাশিত : ১৫:৫২, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

পেটের অসুখে শুধুমাত্র আইসিডিডিআরবিতেই প্রতিদিন ভর্তি হচ্ছে ছয়শ রোগি। অন্য হাসপাতালেও বাড়ছে রোগির সংখ্যা। তীব্র গরম ও নিরাপদ পানির অভাবেই ডায়রিয়া রোগির সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। এদিকে বৃষ্টি না হওয়া পর্যন্ত কমবে না দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পেটের পীড়া নিয়ে মহাখালীর আইসিডিডিআরবিতে আসছেন রোগিরা। গরম শুরুর পর থেকেই বাইরে তাবু টানিয়ে রোগিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

তীব্র গরম ও বিশুদ্ধ পানি পান না করায় এ সমস্যা বলে জানান রোগিরা।

আইইসিডিডিআরবি বলছে, গরমের তীব্রতা বাড়ার পর থেকেই রোগির সংখ্যা বেড়েছে। শুধুমাত্র প্রতিদিন এখানেই ভর্তি হচ্ছে ছয়শ’ রোগি।

এদিকে আরো দুয়েকদিন থাকতে পারে তাপ প্রবাহ। আবহাওয়া অফিস বলছে, রোববার কিংবা সোমবার সবজায়গায় না হলেও দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি