ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পেট্রোবাংলার চেয়ারম্যান ওএসডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমীনকে ওএসডি করে জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ গ্যাসফিল্ডের ৯১০ কোটি টাকার ৭টি কম্প্রেসার স্টেশন স্থাপন প্রকল্পে একটি অখ্যাত কোম্পানিকে কার্যাদেশ দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোবাংলার প্রধান হিসাবে এ অনিয়মের সঙ্গে তার দায়-দায়িত্ব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কম্প্রেসার স্টেশন স্থাপনের টেন্ডারটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ অনিয়মের সঙ্গে কারা জড়িত তা খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি