ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

‘পোশাকের ন্যায্যমূল্যের জন্য পশ্চিমাদের চাপ দেয়া উচিৎ’

মেহেদী হাসান

প্রকাশিত : ১১:৪০, ২০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

শ্রমিকদের মজুরি ও অধিকার ইস্যুতে বাংলাদেশে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা যেসব অধিকার পাওয়ার কথা, তার কোনো ব্যত্যয় ঘটেনি বাংলাদেশে। পশ্চিমা ক্রেতা-প্রতিষ্ঠানগুলো যাতে পোশাকের ন্যায্যমূল্য দেয়, তা নিশ্চিতে তাদেরকে চাপ দেয়া উচিৎ বলছেন বিজিএমইএ নেতারা। 

বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য নিষেধাজ্ঞার গুঞ্জন নিয়ে করা প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, শ্রম আইন অনুযায়ী দেশের শ্রমিকরা যে অধিকার পাওয়ার কথা তার কোনো ব্যত্যয় ঘটেনি বাংলাদেশে। তাই কোনো নিষেধাজ্ঞার আশঙ্কাও দেখছেন না তারা। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘ট্রেড সেক্টরে কোনো স্যাংশনের সম্ভাবনা নেই। আমেরিকা ডব্লিউটিওর মেম্বার, আমরা মেম্বার। কোনো দেশকে ট্রেড স্যাংশন দেয়ার অনেক নিয়মপত্র আছে সেই নিয়মে এখানে স্যাংশন দেয়ার কোনো কারণ নেই। আমাদের লেবার ল’ ভায়লেশন নেই, সুতরাং কেন আমরা চিন্তিত হবো।”

এদিকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৩ হাজার টাকা করতে, বাংলাদেশের শিল্পমালিক ও সরকারকে চাপ দেয়ার আহবান জানিয়ে আমেরিকান অ্যাপারেল এন্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে সম্প্রতি চিঠি দিয়েছেন দেশটির কয়েকজন কংগ্রেসম্যান। এ বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, পশ্চিমা ক্রেতারা যাতে পোশাকের ন্যায্যমূল্য দেয়, তা নিশ্চিত করতে তাদের চাপ দেয়া উচিৎ।  

ফারুক হাসান বলেন, “ওনাদের যে ভায়াররা আছে তাদেরকেও একইভাবে জানাতে হবে বাংলাদেশে যে অর্ডারগুলো তারা দেয় সেখানে যেন ফেয়ার প্রাইস অফার করে।”

বিশ্বের শীর্ষ ২৩টি পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী কারখানা বা লীড সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের ২১টিই এখন বাংলাদেশের বলে জানিয়েছে বিজিএমইএ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি