প্যারিসে সেনাদের ওপর গাড়ি, আহত ৬
প্রকাশিত : ১৬:০৭, ৯ আগস্ট ২০১৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গাড়ির আঘাতে ছয় সেনা আহত হয়েছেন। রাজধানীর শহরতলী লিভালুয়া-পেলহেতে বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্যারিসের পুলিশ কর্তৃপক্ষ।
আহত সৈন্যদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ও অপর চারজন সামান্য আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, পুলিশ অভিযান শুরু করেছে। ওই এলাকায় একটি নিরাপত্তা অভিযান শুরু করে গাড়িটির খোঁজ করা হচ্ছে।
স্থানীয় মেয়র বলেন, সেনাদের ওপর একটি বিএমডব্লিউ গাড়ি তুলে দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটনো হয়েছে।
বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি আছে। সৈন্যরা রাজধানী প্যারিসে নিয়মিত টহল দিয়ে থাকেন। সূত্র: রয়টার্স।
//আর//এআর
আরও পড়ুন