ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারী ও বেসরকারী ভবন এবং বিদেশের সকল মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

শোক বইয়ে স্বাক্ষরের পর পররাষ্ট্রমন্ত্রী দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস এ সময় উপস্থিত ছিলেন।

সারাদেশে বিভিন্ন প্রার্থনা গৃহে প্রয়াত প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সত্যিকারের বন্ধু প্রণব মুখার্জি ভারতের নয়াদিল্লীর একটি হাসপাতালে ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি