ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

প্রতিবন্ধীদের নগদ অর্থ দিলো সমাজসেবা অধিদপ্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৫, ১৭ মে ২০২০

চলমান করোনা ভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত সারা পৃথিবী। অসহায় হয়ে পড়েছে কর্মহীন মানুষ। এ অবস্থায় এসব কর্মহীন অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। এরই অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ রোববার (১৭ মে) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এই নগদ অর্থ প্রদান করা হয়। 

আর্থিক সহায়তা অনুদান হিসেবে ১০০ জনকে জন প্রতি ৫০০ টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা এবং জেলা প্রশাসন যশোর হতে প্রতিবন্ধী সাহায্য সংস্থার অনুদান হিসেবে ২৬ জনকে ১০০০ টাকা করে ২৬ হাজারসহ সর্বমোট ৭৬ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি