ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫

প্রতিহিংসার বিষে পানিতে মরে ভেসে উঠল ৩ লাখ টাকার মাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে রাতের আঁধারে প্রতিহিংসার জেরে নুরুজ্জামান নামে এক ব্যক্তির জলাশয়ে বিষপ্রয়োগ প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর-আগে সকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) দক্ষিণ কালিরচর গ্রামে জলাশয় ভর্তি মরা মাছ ভেসে উঠতে দেখেন নুরুজ্জামান।

নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। পেশায় কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষ করেন।

ক্ষতিগ্রস্থ নুরুজ্জামান জানান, কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষ করেন। বর্তমানে ২টি জলাশয়ের মাছ এনে একটি রাখা হয়েছে। গতরাতে প্রতিহিংসা করে, যে কেউ বিষ প্রয়োগ করে তার জলাশয়ের মাছগুলো মেরে ফেলছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মাছ নষ্ট হয়। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে কেউ পুলিশকে জানাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।   
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি