ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবারে মত রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে রবীন্দ্রজন্মবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারী নওগাঁর পতিসরে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে রবীন্দ্র জন্মবার্ষিকী। এতে আগামীকাল প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। আর তাই নতুন রুপে সাজানো হচ্ছে পতিসরকে। এদিকে সিরাজগঞ্জের শাহাজদপুরে কবির ১৫৬ তম জন্মবার্ষিকী পালনে নেয়া হয়েছে ৩দিনের বিশেষ প্রস্তুতি। 

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে অথবা ‘দুই বিঘা জমি, বা ‘সন্ধ্যা’সহ অসংখ্য বিখ্যাত সাহিত্যকর্ম পতিসরে বসেই রচনা করেছেন বিশ্বকবি। তৎকালীন নিজস্ব জমিদারির কালিগ্রাম পরগনার অবহেলিত কৃষকদের ভাগ্যেন্নয়নে তাঁর অবদান চিরস্মরনীয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসর কাছারি বাড়ি। ধুয়ে মুছে পরিষ্কার আর রঙের আঁচড়ে নতুন রুপে ফেরানোর চেষ্টা চলছে। কারণ এবার ২৫শে বৈশাখ বিশ্বকবির জন্মবার্ষিকীর উৎসবে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

এরই মধ্যে প্রস্তুতির আয়োজন দেখতে ভীড় বেড়েছে দর্শনার্থীদের। আর রাষ্ট্রপতির আগমনে স্থানীয়দের খুশির যেন শেষ নেই।

তবে খুশির পাশাপাশি চাওয়া-পাওয়ার হিসাব কষছেন অনেকেই। কবি গুরুর স্মৃতি বিজড়িত এই পতিসরে একটি পূর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও উঠে এসেছে।

আর তাই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। উৎসবে নিরাপত্তারও কোন কমতি থাকবে না।

কবি গুরুর জন্মজয়ন্তী উৎসবে পতিসরে এবারের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

কবির স্মৃতি ধন্য সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়ি বাঙ্গালী সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় এ বাড়ীতে জাতীয় ভাবে পালন হয়ে আসছে রবীন্দ্র জন্ম বার্ষিকী ও মেলা।

বাংলার স্বাধীনতা অর্জন, শিক্ষা-সংস্কৃতি, শিল্প ও সৃষ্টিতে কবি গুরুর ভুমিকা স্মরনীয় করে রাখতে কবির নামে ২ বছর আগে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এর কার্যক্রম এখনো চালু হয়নি। তাই চলতি শিক্ষা বছরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর জোর দাবী সিরাজগঞ্জবাসীর।

https://youtu.be/lYRVqfXNSs8


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি