ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্রথমবারের মত ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৭, ৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমবারের মত ইসরাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরাইল সফর।
ইসরাইলের সাথে কুটনীতিক সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এ সফর করবেন মোদী। নরেন্দ্র মোদীর এ সফরটিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে ইসরাইল। এসময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। বৈঠকে দু দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। ভারতের সাথে ইসরাইলের সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন গঠনেও সমর্থন রয়েছে দেশটির। তবে এ সফরে ফিলিস্তিনি কোনো নেতার সাথে বৈঠকে বসছেন না মোদি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি