ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় কূটনীতিকরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। শনিবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরেন তারা। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে অর্থনৈতিক অগ্রগতি এবং নারী ক্ষমতায়নসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন অর্জনের প্রশংসা করেন কূটনীতিরা। বঙ্গবন্ধুকন্যার নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমে দেশ পরিচালনাকে নেতৃত্বের রোল মডেল হিসেবে আখ্যা দেন তারা। 

২০০৯ থেকে এ পর্যন্ত টানা রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। এ সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সামাজিক-অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশ পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকেই। 

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে ‘শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশের এগিয়ে যাওয়া’ শিরোনামে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কূটনীতিতে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ককে নতুন দিন উন্মোচনের প্রশংসা করেন কূটনীতিকরা। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকাও তুলে ধরেন তারা।

শেখ হাসিনার ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানায় জাপান। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় ওয়েবিনারে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং উপকমিটির চেয়ারম্যান এম জমিরসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি