প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা (ভিডিও)
প্রকাশিত : ২০:১৪, ৫ জুন ২০১৯ | আপডেট: ২০:২৪, ৫ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল (৪ জুন) এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী সব সময় দেশে থেকে আপনাদের সাথে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে। এবারে বিদেশে থাকতে হল।
বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে। দেশবাসীর সাথে সব সময় একাত্মতা জানাই। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের উন্নয়নের শুভ ফলটা দেশবাসী পেতে শুরু করেছে। বিশেষ করে এবার ঈদযাত্রায় যারা সড়ক পথে যাতায়াত করেছেন যানজটমুক্ত যাতায়াত করতে সক্ষম হয়েছেন। রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পথেই কিন্তু যোগাযোগের সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল।
প্রধামন্ত্রী আরও বলেন, ঈদের সময় সব কিছু যেন শান্তিপূর্ণ থাকে সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি। কারণ আমাদের সব সময় প্রচেষ্টায় থাকে আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং আপনাদের প্রতিটি উৎসব যেন আনন্দমুখর হয়। সুন্দরভাবে নিজের আপনজন পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পারেন।
তিনি বলেন, পরিবার-পরিজন ছাড়া বাইরে যারা বিদেশে আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি এখন প্রবাসে আছি। আমি জানি দূরে থাকাটা কত কষ্টকর। তারপরও প্রবাসে যারা থাকেন তাদের জন্য সকলের সাথে মিলে আমরা ঈদ করতে পারছি সেটাও একটা বড় কথা।
বর্তমানে তিনি রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে রয়েছেন।
ভিডিও
এমএইচ//
আরও পড়ুন