ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

প্রবাসীদের সুখবর দিল সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ০৮:৪৫, ২৪ অক্টোবর ২০২২

দীর্ঘদিন হুরুবপ্রাপ্তদের যেকোনো জায়গায় কাজ করতে এবং অন্যত্র কাফালা হতে সমস্যা হলেও তার অবসান হয়েছে। হুরুবপ্রাপ্ত ব্যক্তিদের অন্যত্র কাফালা হওয়ার সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ অক্টোবর)  এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানায় সৌদি কর্তৃপক্ষ।

যাদের হুরুব আছে তারা যেকোনো সৌদি কপিলের কাছে বা কোম্পানিতে  কাফালা হতে পারবেন। 

খবরটি প্রকাশিত হওয়ার পর রিয়াদস্থ বাংলাদেশি প্রবাসীদের সাথে কথা বলে জানা যায়,  অনেক বাংলাদেশি প্রবাসী হুরুবপ্রাপ্ত অবৈধ হয়ে অমানবিক জীবনযাপন করছেন। হুরুব বাতিল হয়েছে এই খবরটি তাদের মনে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। 

তবে হুরুবপ্রাপ্তদের ক্ষেত্রে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় তিনটি শর্ত দিয়েছে। তা হলো- 

১. মুয়াসসাসা অথবা শরিকার কর্মী হতে হবে।  ২. বকেয়া সকল ফি নতুন কফিল বহন করবে। ৩. মক্তব আমল থেকে তলব কনফার্ম করার ১৫ দিনের মধ্যে ট্রান্সফারের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। 

তবে হাউজ ড্রাইভার এবং আমেল মঞ্জিল পেশায় কর্মরত শ্রমিকগণ এই সুযোগের আওতার বাইরে থাকবেন।

প্রসঙ্গত, কোনো শ্রমিক কর্মস্থলে অনুপস্থিত থাকলেই তাকে ‘হুরুব’ বা পলাতক ঘোষণা করেন নিয়োগকর্তা। এরপর অবৈধ হওয়ার ফলে দেশে ফিরে আসতে বাধ্য হন ওই শ্রমিক।

একজন প্রবাসী শ্রমিক ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান, যে প্রতিষ্ঠানে চাকরি নিয়ে গেছেন সেখানকার বেতনে অভিবাসন খরচ উঠছে না। ফলে বাধ্য হয়ে অনেকে কর্মক্ষেত্র পরিবর্তন করে ফেলেন। পরবর্তী সময়ে নিয়োগকর্তা ওই কর্মীকে হুরুব ঘোষণা করে দিচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি