ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

প্রবাসীর গাড়িতে ডাকাতি, গোলাগুলিতে পুলিশসহ আহত ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১১:৫২, ২৩ অক্টোবর ২০২২

কুমিল্লায় মহাসড়কে এক প্রবাসীর গাড়িতে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই ডাকাত আহত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারায় এ ঘটনা ঘটে। এ সময়ে প্রবাসীকে কুপিয়ে জখম করে ডাকাতরা।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাস ফেরত যাত্রীর প্রাইভেটকারের সামনে রড ফেলে ডাকাতি করছিল ছয় ডাকাত। টহল পুলিশ  ওই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। ঘটনাটি বুঝতে পেরে সড়কে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া করে পুলিশ। 

এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্য মো. রহিম ও সাব্বির নামে দুজন গুলিবিদ্ধ হন। 

আটক রহিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদেরকে পুলিশের প্রহরায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার এএসআই ইয়াছিন ও এক কনস্টেবল আহত হয়েছেন। তারাও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি