ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

প্রস্তাবিত বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৪, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রস্তাবিত বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি- সিবিপি। তাদের মতে, রুপকল্প ২০২১ এর শেষ ৫ বছরের প্রথম অর্থবছরের বাজেটে তাই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে গতি বাড়ানোর চেষ্টা পরিলক্ষিত হয়েছে।
প্রস্তাবিত বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পর্যবেক্ষণ তুলে ধরে সেন্টার অন বাজেট এন্ড পলিসি।
প্রতিবেদনে বলা হয়, অপ্রত্যক্ষ কর ও ভ্যাটের উপর নির্ভরশীল বাজেট মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ও আপেক্ষিক দারিদ্র বাড়াবে। আবগারি শুল্কের বর্ধিত হার মানুষকে ব্যাংকভিত্তিক সঞ্চয়ে নিরুৎসাহী করবে।
সঞ্চয়পত্রে সুদের হার কমানোর প্রস্তাব পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। সিবিপি বলছে, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর পরিধি বাড়ানোর সুফল পাবে স্বল্প আয়ের মানুষ। ওষুধ শিল্পের কাঁচামালে শুল্ক রেয়াত এবং জীবন রক্ষাকারী ওষুধ ভ্যাটের আওতামুক্ত রাখা ইতিবাচক উদ্যোগ।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও তা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম বলে মনে করে সেন্টার অন বাজেট এন্ড পলিসি।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি