ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ২০ সেপ্টেম্বর ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করে নিজ বাড়িতে শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়ানোর দায়ে এক শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে পরবর্তীতে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়।

রোবাবর (২০ সেপ্টেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান। 

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যক্তিগতভাবে নিজ বাড়িতে শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়ানোকালে লাইলী খাতুন (৩৮) নামের এক শিক্ষিকাকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক ওই শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানে ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: কামরুল হাসান।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি