ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

প্রান্তিক শিশুদের আত্মমর্যাদা বাড়াতে ‘ফ্রেন্ডশিপে’র উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২০ অক্টোবর ২০২২

‘প্রতিটি মানুষের আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার’- এ প্রতিপাদ্যে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে আত্মমর্যাদা নিয়ে সচেতনতা সৃষ্টি ও তা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের স্বনামধন্য সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। 

এরই অংশ হিসেবে গাইবান্ধা জেলায় যমুনা-ব্রহ্মপুত্রের চর বাটিকামারী স্কুলে ‘ফ্রেন্ডশিপ’ আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী এহসান প্রতীক। 

এতে অংশ নেয় যমুনা-ব্রহ্মপুত্রের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ২০ ছাত্র-ছাত্রী। আয়োজন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয় চর বাটিকামারীতে ‘ফ্রেন্ডশিপ’ পরিচালিত তিন বিদ্যালয়ের প্রায় ৩’শ শিক্ষার্থী।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মো. মুজিব হোসেন, ফ্রেন্ডশিপ-এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল ইসলাম, রিজিওনাল কো-অর্ডিনেটর আবদুস সালাম, সিনিয়র ম্যানেজার (গ্রাফিক্স) সুমন ঘোষ, ম্যানেজার (মার্কেটিং) মীর আফ্রাদ আকিব এবং ম্যানেজার (পিআর এন্ড কন্টেন্ট) জিলফুল ‍মুরাদ শানু।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি