ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রীতির স্মৃতিতে শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পুরনো স্মৃতিতে হারিয়ে গেলেন প্রীতি জিনতা। শাহরুখ খানের সঙ্গে সেই ‘দিল সে’-র ছবি শেয়ার করে পুরনো দিনের কথা মনে করলেন নায়িকা।

‘দিল সে’র ২০ বছর পূর্তিতে এসআরকে-র সঙ্গে প্রীতি যে ছবি শেয়ার করেছেন, তা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ার করার পর স্মৃতিতে হরিয়ে যান প্রীতি।

তবে শুধু ‘দিল সে’ নয়, এরপর ‘কাল হো না হো, ‘বীরজারা’, ‘কভি অলবিদা না ক্যাহে না’-র মত একধিক হিট সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রীতি জিনতা।

উল্লেখ্য, নেস ওয়াদিয়ার সঙ্গে বিচ্ছেদের পর জেন গুডেনাফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই ‘ডিম্পল গার্ল’ প্রীতি। বর্তমানে জেনের সঙ্গেই চুটিয়ে সংসার করছেন প্রীতি। এই মুহূর্তে বলিউডের ডিম্পল গার্ল সন্তানসম্ভবা বলেও শোনা যাচ্ছে। আর সেই কারণেই তিনি বিদেশে রয়েছেন। যদিও, এ বিষয়ে কোনও রকম মন্তব্য করেননি প্রীতি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি