ফটো সাংবাদিকদের জন্য মালিক পক্ষকে ঝুঁকি ভাতা দেয়ার আহ্বান
প্রকাশিত : ১৪:০৩, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৪:০৯, ১৮ মে ২০১৭

ফটো সাংবাদিকদের জন্য মালিক পক্ষকে ঝুঁকি ভাতা দেয়ার আহ্বান জানিয়েছের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নেপাল এবং বাংলাদেশের ফটোসাংবাদিকদের নিয়ে দিনব্যাপি আর্ন্তজাতিক প্রশিক্ষনের উদ্ধোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ফটোসাংবাদিকরা সব সময় ঝুঁকির মধ্যে ছবি তোলে তাই তাদের জন্য মালিকদের পক্ষ থেকে ঝুঁকি ভাতা থাকা উচিত। ছবি কখনো মিথ্যে বলে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ফটোসাংবাদিকেদের মাধ্যেমেই দূর্নীতি, উন্নয়ন এবং দূভোর্গের আসল চিত্র দেখতে পাই। প্রশিক্ষনে নেপাল- বাংলাদেশের ফটোসাংবাদিকরা অংশ নেয়।
আরও পড়ুন