ঢাকা, বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন দুদকের উপপরিচালক রতন কুমার দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সুলতান মাহমুদ।

বক্তারা বলেন, নাগরিক সেবা প্রদানে দুর্নীতিমুক্ত থাকা রাষ্ট্রের দায়িত্ব। সমাজের সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি