ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, মূল আসামীসহ গ্রেপ্তার ২
প্রকাশিত : ১৬:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫
ফরিদপুরে অটোরিকশা চালকের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একসাথে নেশা করার কথা বলে ডেকে রিকশাচালক টিপুকে হত্যা করে তার সহকর্মী রাজিব খান (৪১)। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও রিক্সার ব্যাটারীসহ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানার কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন।
ঘাতক রাজিব খান জেলার সদর উপজেলার বাকীগঞ্জ গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। অপর আসামী মান্নান হাওলাদার সাহা বিশ্বাস ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মূল আসামী রাজিব খান ও নিহত টিপু শহরের একটি ইট ভাটায় কাজ করতো। নিহত টিপু শেখ অবসর সময়ে রিকশা চালাতো। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর একসাথে নেশা করার কথা বলে টিপুকে ডাকে ঘাতক। এরপর রাতে শহরতলীর ঈশানগোপালপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গাজাসেবন শেষে চাকু দিয়ে টিপুকে কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায় রাজিব।
পরের দিন সকালে লাশ উদ্ধার শেষে নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে নিহতের মোবাইলের কললিস্ট ও বিভিন্ন এলাকার সিসি টিভির ফুটেজের সূত্র ধরে ঘাতক রাজিব শেখকে আটক করে পুলিশ। ঘাতক রাজিব দায়দেনা হওয়ায় অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্যেশ্যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
এই ঘটনায় ছিনতাই হওয়া চোরাই রিকশা কেনাবেচাকারী অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন










