ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে হাদির উপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:২৮, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব ‌মঞ্চের‌ মুখপাত্র ‌শরিফ ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে ‌বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের ছাত্র-জনতা।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে ‌জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা। 

সমাবেশে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকজন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা ইনকিলাব মঞ্চের‌ মুখপত্র ‌শরিফ ওসমান হাদী উপর‌ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি