ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ফারজানা গুমরে কাঁদছে হাসপাতালের বিছানায়, সহযোগিতার আবেদন স্বজনদের

প্রকাশিত : ১৭:৪৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৩, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পরিবারের ৯ সদস্যকে পুড়ে মরতে দেখার পর বাবাকেও সড়ক দুর্ঘটনায় হারিয়ে শোকে কাতর ফারজানা এখন গুমরে কাঁদছে হাসপাতালের বিছানায়। বেঁচে থাকার তীব্র আকাংক্ষায় বাদ সেধেছে জটিল এক ব্যাধি। ফারজানাকে বাঁচাতে সরকার ও বিত্তশালীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার স্বজনেরা। ২০১৪ সালের ১৪ জুন ভোর। রাজধানীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান ফারজানা আক্তারের মা-ভাইসহ পরিবারের ৯ সদস্য। অগ্নিদগ্ধ ফারজানা বেশ কয়েকমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বাবাকে সড়ক দুর্ঘটনায় হারালে তার আশ্রয় হয় খালা ও খালু। আপনজনদের হারালেও বেঁচে থাকার স্বপ্নে ছিলেন ফারজানা। কিন্তু এখন সিস্টেমেটিক লুপাস ইরিথেম্যাটোসাস নামের জটিল রোগে আক্রান্ত তিনি। এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০তলা ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বিছানাটি তার নতুন ঠিকানা। চিকিৎসকদের মতে, ফারজানা কখনো সম্পূর্ণ সুস্থ হবে না। তবে নিয়মিত চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর এজন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থ। ফারজানান খালা খালুর পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পরেছে। তাই সহযোগিতা চেয়েছেন সরকার ও বিত্তশালীদের। সবার একটু সহযোগীতায় সব হারানো মেয়েটির বেচেঁ থাকার স্বপ্ন পূরন হবে বলে আশা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি