ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফারাবির অবস্থার উন্নতি, খোলা হয়েছে লাইফ সাপোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১২:২০, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবির লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘ফারাবির লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তিনি এখন কথা বলছেন। অন্যদিকে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ বাকি দুই জনের অবস্থা আগের চেয়ে ভালো।’

এর আগে রোববার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তুহিন ফারাবির গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। বর্তমানে তিনি রাজধানীর চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক।

প্রসঙ্গত, রোববার দুপুরে নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি